মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক পরামর্শ সভা আজ ২৫ সেপ্টেম্বর বুধবার ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুপুরে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। বাংলাদেশ সরকার, পিপল অফ দ্যা জাপান এবং বিশ্ব খাদ্য কর্মসূচি-র অর্থায়নে সভাটি বাস্তবায়ন করেছে জাতীয় এনজিও সংস্থা ‘সুশীলন’। উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরুপা পাল। এতে সুশীলনের উপজেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৪৫ সদস্যদের নাম ঘোষণা করেন এবং ‘আপদ’ ও ‘দুর্যোগ’ বিষয়ে কথা বলেন। সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন, আব্দুল হাকিম, গিয়াস উদ্দিন, আমির হোসাইন, কামাল উদ্দিন, নুরুল কবির গম ভাই, বাবু পাল ভেককা, সদস্যা নুর নাহার বেগম, রাবেয়া খানম, কোহিনুর আক্তার, শিক্ষক আব্দুল মজিদ খান, মোঃ রেজাউল করিম, সুপ্রিয়া শর্মা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক মিছবাহ উদ্দিন, জাফর আলম জাদু, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম সহ কমিটির অন্যান্যরা। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-র প্রতিরোধ মূলক কার্যক্রম ও সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়ন বিষয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। এ সময় বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধি ও’ কমিটির বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024