তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হতে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের কোনা- জাল জব্দ করা হয়েছে। ২৫ শে সেপ্টেম্বর বোধবার সকাল ৬ টা হতে ১১ টা পর্যন্ত তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শামস সাদাত মাহমুদ উল্লাহ নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশের সহযোগীতায় বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে জেলেরূপী দুর্বৃত্তরা বোধবার সকাল হতে কোনা জাল, দিয়ে মাছ লুট করতে নামে। খবর পেয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শামস সাদাত মাহমুদ উল্লাহ টাঙ্গুয়ার হাওরের লেইচ্ছা মারা, তেকুনিয়া, আলমদুয়ার জলমহালে বিশেষ অভিযান চালিয়ে কয়েকটি বিশাল আকৃতির কোনাজাল জব্দ করেন। পরে দুপুরে এসব জব্দকৃত জাল, টাঙ্গুয়ার হাওরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫( ১)এর ধারা অনুযায়ী দুটি মামলায় ৯০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান চলাকালে তাহিরপুর থানা পুলিশ কমিউনিটি গার্ডসহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি( নির্বাহী ম্যাজিস্ট্রেট)শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অনিয়ম কারীদের কোন ছাড় দেওয়া হবে না।