বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলায় বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসুচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা মহিলা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি আয়োজন করে। কর্মসুচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা। বিএনপির পল্লি উন্নয়ন সম্পাদক এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ । তাই অন্যান্য কাজের পাশাপাশি সকল শিক্ষার্থীকে ব্যপক পড়াশোনা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের স্ত্রী এবং কন্যা পৃথিবী বিখ্যাত ডাক্তার আইনজীবী হয়েছেন। তাদের মতো তোমাদেরও বিখ্যাত হতে হবে। আগামীতে দেশে অনেক ভালো কিছু করতে চাই আমরা।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024