বার্তা প্রেরক মোঃ আব্দুর রহমান ভোলা জেলা প্রতিনিধ বাংলাদেশের রানী খ্যাত নদীবেষ্ঠিত উপকূলীয় জনপদ ভোলা জেলার ভোলা সদর উপজেলার ইলিশা ১,৪নং কালুপুর সোনাডগী গ্রামের ৩ কিঃমিঃ জুড়ে মেঘনা নদী তীরবর্তী বেড়ীবাঁধের পাশে শুক্রবার (৪ সেপ্টেম্বর), সকাল ৬ টা থেকে শুরু করে অর্ধ সকাল ব্যাপী ৩ শতাধিক তালবীজ রোপন করে জামায়াতে ইসলামী ২নং ইলিশা ইউনিয়ন শাখা । স্থানীয় বাসিন্দারাও এই তালবীজ রোপন কর্মসূচীতে অংশ নেয়। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তালবীজ রোপন ও উল্লেখিত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। যদিও বীজ সংগ্রহ হয় শেষ সময়ে।আগামীতে এটা দুই হাজারের অধিক বীজ রোপণ করা হবে বলে জামাত নেতৃবৃন্দ জানান। এসময় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী সদর উপজেলা আমীর মাওঃ কামাল হোসেন,ইলিশা ইউনিয়ন আমীর মাওঃ ছালাহ্উদ্দিন এবং সেক্রেটারি আরিফুল ইসলাম সহ প্রমুখ। বাংলাদেশ জামায়াতের এহেন কর্মসূচিকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়ে এবং জামাত নেতৃবৃন্দের প্রশংসা করে তাদের সকল কর্মসূচিতে তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বেড়ীর পাশে কোনো গাছ না থাকায় সড়ক বাঁধ ভেঙে যাওয়ার আশংকা ছিলো। এই তালবীজ রোপন করার ফলে তালগাছ বড় হলে বেড়ীটি টিকে যাবে, বজ্রপাতের ক্ষয়ক্ষতির আশংকা থেকে অনেকটা মুক্ত থাকব। জামায়াতের উপজেলা আমীর বলেন, এই বেড়ীটির দুইধারে কোনো গাছগাছালি না থাকায় বেড়ীবাঁধ ভেঙে যাওয়ার আশংকা ছিলো। আমরা আশা করি এই তালবীজ রোপনের ফলে বেড়ী-সড়কের দু’ধারে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এটি টেকসই হবে। ইউনিয়ন আমীর বলেন, আমাদের গ্রামের ফসলের মাঠ থেকে ঘরবাড়ি অনকে দূরে হওয়ায় কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকেই মারা যান। সেইসঙ্গে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায় এ বজ্রপাতে। তাল গাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগ নিয়েছি। ইউনিয়ন সেক্রেটারী বলেন, আমাদের মতো আপনারাও বাড়িতে পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি। এসময় আরও উপস্থিত ছিলেন,জামায়াতের ইউনিয়ন কর্মপরিষদ সদস্যবৃন্দ মাওঃ ইউছুফ আলী,আঃ আল-মামুন,ইসমাঈল হোসেন,ডা কামাল হোসেন ওয়ার্ড সভাপতি হা.ছালাউদ্দিন,আঃ মতিন,হা.মফিজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতাকর্মীগন। প্রসংগত, তাপমাত্রা বৃদ্ধির ফলে উষ্ণতা বাড়ছে। পৃথিবী উষ্ণায়নের ফলে প্রতিনিয়ত কঠিন হয়ে পড়ছে মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পৃথিবী ব্যাপী নানান পদক্ষেপ বা কর্মসূচী লক্ষণীয়। ঝুঁকি মোকাবেলায় পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞগণ বৃক্ষরোপনের উপর বেশী তাগিদ দিচ্ছেন। অন্যদিকে বজ্রপাতের ফলে প্রাণহানির ঘটনা হু হু করে বেড়ে চলেছে। এই পরিস্থিতি বৃক্ষরোপনে বিশেষ তালগাছ লাগানোর উপর জোর দিচ্ছে সংশ্লিষ্টরা।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024