সুজন আলী রানীশংকৈল প্রতিনিধি জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। ৬ই অক্টোবর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিকুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,আবুল হোসেন, জিতেন্দ্রনার্থ বর্ম্মন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের সচিবগণ, সাংবাদিকবৃন্দ ও গ্রাম পুলিশরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024