বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মঙ্গলবার (৮ অক্টোবর) এ ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ পালিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডলের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর পাইলট হাইস্কুলের হলরুমে এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক ই আজম, ক্রীড়া শিক্ষক হারুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ। এসময় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024