জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার ।। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে গত বুধবার ০৯/১০/২০২৪ তারিখে দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ এমদাদুল হকসহ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার জানান, এবারে ভেড়ামারা উপজেলায় ৮টি মন্দিরে হিন্দু সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, ২ জন পুলিশ সদস্য, পর্যাপ্ত পরিমান আনসার ও গ্রাম্য পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি থাকবে পেট্রোলিং টহল পুলিশও। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, কোনো ভাবেই আইনশৃংঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তিনি সবাইকে সর্তক থাকার আহবান জানান। আমাদের উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের সর্বাত্নক সহযোগীতা থাকবে।।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024