মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা পুজা উদযাপন পরিষদ এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন । মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা ভাওয়ায়েল বাড়ি মন্দিরে উপজেলার ২০ টি পুজা মন্ডপের সভাপতি -সম্পাদকের উপস্থিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পুজা উদ্ যাপন পরিষদের সভাপতি অধ্যাপক লিটন চন্দ্র রক্ষিত ও সম্পাদক বিল্টু চন্দ্র দাস জানান,দূর্গা পুজা শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাশনের পাশাপাশি উপজেলা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর সাহস ও জনবল দিয়ে তাদের সহযোগীতা করেছেন। সভাপতি ও সম্পাদক আরো জানান, কেন্দ্রিয় বিএনপি নেতা , ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ও তার সহ-ধর্মীনি মাফরুজা সুলতানা পুজা শুরু থেকে শেষ পর্যন্ত এলাকায় অবস্থান করে প্রতিটি মন্ডপে মন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদানের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় প্রতিদিন ভিজিট করেছেন প্রতিটি পুজা মন্ডপ । সর্বশেষ সদ্য সমাপ্তকৃত দূর্গাপুজা সুষ্ঠু ও সুন্দর ভাবে নিস্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতির দলগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন , পুজা উদ্ যাপন পরিষদ । এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024