সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ১৫.১০.২০২৪ ঢালাওভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে অপসারণ না করার দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় তারা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের কলেজ মোড এলাকায় জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এ মানব বন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কারযালয় অভিমুখে যায়। এসময় বক্তারা বলেন, বিভিন্ন গণ মাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। তারা জানান, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে। তারা দাবী করেন বিগত সরকারের প্রচ্ছন্ন ছায়ায় যেসকল জন প্রতিনিধি নানা অপকর্মের সাথে জড়িত হয়ে এখন পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বর্তমান সরকার। কিন্তু ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024