মোঃ ইকবাল হোসেন,বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধিঃ ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগান কে সামনে রেখে হেমন্তের পড়ন্ত বিকেলে উৎসব মুখর পরিবেশে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এই প্রথম ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২৪ এর প্রথম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ৩ টায় পৌর শহরের বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বোরহানউদ্দিন টাইটান স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মোট ৪ টি দল টুর্নামেন্ট অংশ গ্রহণ করেন বোরহানউদ্দিন টাইগার্স,বোরহানউদ্দিন প্যানথারস বোরহানউদ্দিন কিংস, বোরহানউদ্দিন ওয়ারিয়র্স।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বোরহানউদ্দিন প্যানথারস ও বোরহানউদ্দিন কিংস
বিকাল ৩টায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান উদ্ভোদক হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির প্রধান নির্বাহী সদস্য যুব আইকন ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ। এসময় তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বলেন- মাদকের ভয়াবহতা থেকে বোরহানউদ্দিন উপজেলার পৌর শহরের যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাঠে থাকা উপস্থিত দর্শকদের উদ্দেশ্য বলেন- সবাই যার যার এলাকায় খেলার পরিবেশ সৃষ্টি করে যুবসমাজকে খেলার প্রতি আগ্রহী করে তুলবেন। এসময় তিনি এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল কে বিশেষ ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, সহ সভাপতি আঃ রব হাওলাদার, সহ সভাপতি বশির আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, ইউসুফ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,যুগ্ন আহ্বায়ক ফকরুল ইসলাম মিঠু, যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ন আহ্বায়ক কবির নক্তি, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান সাগর, যুগ্ন আহ্বায়ক সুমন পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারন সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, আঃজব্বার কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক সৈকত জাহান হৃদয়, ও দৈনিক খবরপত্রর বিশেষ প্রতিনিধি সরোয়ার ইমন ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।