জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার ভোররাতে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি সদস্যরা মিরপুর উপজেলার হালসা এলাকায় অভিযান পরিচালনা করে মো: আব্দুল্লাহ, মো: এনামুল ও মো: শাহিনের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।