কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল ২ শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার রায়পুর কাঁঠালবাড়ি এছহাকিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগ্রেডের ২২ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ
এতে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুহতামিম আলভী,ক্যাপ্টেন দাউদ-উজ-জামান আরাফাত,কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, প্রচার সম্পাদক শাহীন আহমেদ, ফজলে ইলাহী স্বপন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় ওই এলাকার দু:স্থ ও শীতার্ত মানুষজন কম্বল পেয়ে খুব খুশি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ও দোঁয়া করেন।