ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানিকেতনের আয়োজনে ১ ফেব্রুয়ারী শনিবার বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের জমি দাতা মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো.মাহফুজার রহমান লাবলু,সবুজ- প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন সবুজ। আরও বক্তব্য রাখেন,বিদ্যালয়ের উপদেষ্টা মো. আশরাফুল ইসলাম,পরিচালক মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আল আমিন ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মো. শাহাদৎ হোসেন,ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, অভিভাবক শ্রী মিলন চন্দ্র সরকার প্রমূখ। অনুষ্ঠানে মো: মরফিদুল ইসলাম,আলহাজ্ব মো: আমজাদ মাস্টার,আলহাজ্ব মো.তাছেদুল ইসলাম,আলহাজ্ব আব্দুল কাদের প্রধানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।