

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা, ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ ”— এ প্রতিপাদ্যে ‘বিশ্ব আদিবাসী দিবস’ উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যালী, মানববন্ধন ও সমাবেশ। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী ফোরাম, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। আদিবাসীদের অধিকার, সম্মান ও স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকৃতি পাওয়ার দাবীতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের জেলা সহ সভাপতি কিচ্ছজন চাকমা। মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত্রা চাকমা, আদিবাসী ফোরামের জেলা সাধারণ সম্পাদক মং থেলা, সাংগঠনিক সম্পাদক আলো চাকমা, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থার নেত্রী মা টিনটিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, হিউম্যান রাইটস ডিপেন্ডার্স ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, কমিউনিস্ট পার্টির নেতা নাসিরসহ আদিবাসী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শুধুমাত্র দিবসটি পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান, সহমর্মিতা এবং কার্যকর রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। তাদের ভাষা, সংস্কৃতি ও অধিকারকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ারও আহবান জানান বক্তারা। এ সময় জেলা শহরসহ বিভিন্ন উপজেলার আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।