

পুঠিয়া প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের পাঁচ শতাধিক কলাসহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার ২৭ আগষ্ট অনুমান রাত ১ টার সময় পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, এটা একটা অমানবিক কাজ। এই জমির যে অবস্থা তাতে একজন কৃষকের মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার মত ক্ষতি হয়ে গেছে । আর এক দু মাসের মধ্যেই এই জমির কলা গুলো বাজারজাত করার মত হয়ে যেত। যারা এই সকল কাজ করেছে তারা সমাজের শত্রু এবং দেশের শত্রু। আমরা বিভিন্ন সময় শুনে এসেছি যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের অপরাধকারীদের ধরা সম্ভব হয় আমরা চাইবো যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করা। ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল হোসেন প্রতিদিনের সংবাদ কে বলেন, আজ সকালে আমাকে একজন ফোন করে বলছে আমার বাগানের কলা গাছ কেটেছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কয়টা গাছ কেটেছে সে ব্যক্তি বলে পুরা বাগানটাই প্রায় কেটে ফেলেছে। খবর শুনে আমি খুব দ্রুত জমিতে কলাবাগানের এসে দেখি পাঁচ শতাধিক এর বেশি কলাসহ গাছ কেটেছে রাতের আঁধারে দুর্বৃত্তকারীরা।এমন অবস্থা দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম । সে সময় অনেক মানুষ ছিল এই স্থানে। গ্রামে কারো সাথে আমার খারাপ সম্পর্ক নেই। তবে মাঠে জমি থাকলে মানুষের সাথে দু এক কথা হতেই পারে। তবে কারো সঙ্গে আমাদের মারামারি বা এ ধরনের কোন বিরোধ নেই। তবে আমি থানায় একটি সাধারণ ডাইরি করেছি। আমি আইনের কাছে চাই সুষ্ঠু একটি বিচার। এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, আজ সকালে কলাগাছ কাটা বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত অবস্থা রয়েছে । তদন্ত শেষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।