

পীরগঞ্জ প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক দিন ব্যাপী চারু ও কারুকলা মেলা হয়েছে। সোমবার সকালে সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মেলায় শিক্ষার্থীদের হাতের বানানো বিভিন্ন চারু ও কারু পন্যের ৭টি স্টল স্থান পায়। এর আগে বিদ্যালয়ে দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন অতিথিরা। শেষে বাল্য বিবাহের কুফল বিষয়ে সচেতনতা বাড়াতে একটি নাটিকা মঞ্চস্থ করে শিশু শিক্ষার্থীরা।