

পুঠিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ৩৪২ কেজি বিভিন্ন কাপ জাতীয় মাছ পোনা ছাড়াও বিভিন্ন পোনা অবমুক্ত করা হয়েছে। ২৫-২৬ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠান পুকুরে মাছের পোনা অবমুক্ত করা লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন পুকুরে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করে উদ্বোধন করেন জেলা মৎস্য সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম, নূর হোসেন নির্ঝর এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শিরিন শীলা সহকারী পরিচালক মৎস অধিদপ্তর রাজশাহী বিভাগ, পুঠিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রভাস কুমার, ভেটেনারি সার্জন ডাঃ ওলিউল্লাহ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।