

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি : “মাদককে না বলি, ফুটবলকে উৎসাহিত করি ও শান্তিপূর্ণ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যেতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি আন্ত ওয়ার্ড ফুটবল ম্যাচ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নেরঐতিহ্যবাহী নামাজগড় ফুটবল ময়দানে মঙ্গলবার (১২ আগস্ট ) বিকাল ৫ টায় মৌতলা ইউনিয়ন ছাত্রদল ও শিমু রেজা এমপি কলেজ ছাত্রদল এর যৌথ উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি আন্ত ওয়ার্ড প্রীতি ফুটবল ম্যাচ – ২৫ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুব দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী রাব্বি হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়ার সহকারী শিক্ষক শেখ এমদাদুল হক বক্তব্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির নেত্রী খালেদা জিয়া এদেশে প্রথম ফুটবল খেলাকে আন্তর্জার্তিক পর্যায়ে নিয়ে যান। তাদের চেষ্টায় সার্ফ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার সম্ভব হয়। মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে । মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মো,রাজু আহমেদ, সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদলের মোঃ ইব্রাহিম হোসেন , উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন – আহবায়ক জি এম রবিউল্লাহ বাহার,শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন- আহবায়ক শেখ নাজমুল হোসেন। ম্যাচে মুখোমুখি হয় যেদুটি শক্তিশালী দল মৌতলা ইউনিয়ন ৬ নাং ওয়ার্ড ও অপরদিকে ইউনিয়নের ৯ নাং ওয়ার্ড জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ম্যাচটি টাইব্রেকারে পৌঁছায় টাইব্রেকারে ৬নাং ওয়ার্ড কে ০১ গোলের ব্যবধানে পরাজিতকরে বিজয়ী অর্জন করেন ৯ নাং ওয়ার্ড। শহীদ জিয়া স্মৃতি আন্ত ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট- ২৫ খেলাটিতে সার্বিক সহযোগিতা ও প্রতিটা ওয়ার্ডে জার্সি প্রদান করেন বোরহান উদ্দিন সেতু। পুরো ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু । অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির অন্যতম নেতা কাজী সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো, শামিম পারভেজ,শ্যামনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো, আল মামুন, মৌতলা ইউনিয়ন সার্চ কমিটির সদস্য কাজী পালাশ, শ্যামনগর উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মীর শাহাদাৎ হোসেন, মৌতলা ইউনিয়ন যুব দলের আহবায়ক কাজী সাঈদ, সদস্য সচিব শেখ তৈনুর রহমান, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হোসেন, শিমু রেজা এমপি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদ হোসেন , এই ছাড়া মৌতলা ইউনিয়ন যুব দল, ছাত্রদলের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই প্রীতি আন্ত ফুটবল ম্যাচে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয় এবং সামাজিক সচেতনতার এক দৃষ্টান্ত স্থাপন করে