

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়েক যৌথ বাহিনীর অভিযান ও চেকপোস্টে ১৩টি মোটরসাইকেল চালকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৩টি মামলা দেন ট্রাফিক কর্মকর্তারা। আইন মেনে সড়কে যানবাহন চালানোর মুচলেকা দেন আটক যানবাহন চালকরা। প্রাথমিক সতর্কতা হিসেবে তাদের কাছ থেকে ৪৫ টাকা জরিমানা আদায় করা হয়। ঠাকুরগাঁওয়ের ট্রাফিক সার্জেন্ট আহমেদ বলেন, মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকা, অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল থাকা এসব কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর সহায়তায় আজ পীরগঞ্জে এই অভিযান পরিচালনা করা হয়।