

পীরগঞ্জ প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনকে রানা, উপজেলা জামাতের আমির বাবুল আহম্মেদ, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাত সমীর শাহজাহান, মৎস্য চাষি খললুর রহমান, মৎস্য ফজলুল করিম সহ আরো অনেকে। আলোচনা শেষে ৩ জন সফল মৎস্য চাষী ও মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।