

বিপ্লব পাল, সিলেট। এ ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। ডিসি ইউএনও কে বদলী করা হয়েছে। সবচেয়ে ভাল কর্মকর্তাকে নতুন ডিসি দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো: মোখলেস উর রহমান সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরও জানান, সাদাপাথরসহ অন্যান্য পর্যটন কেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। সাদাপাথর এলাক কে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। শুক্রবার সকালে প্রতিনিধি দল নিয়ে সাদাপাথর যান মন্ত্রী পরিষদ সচিব। এ সময় উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা। এর আগে সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মাঠপর্যায়ে পরিদর্শনে আসেন তারা।