

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমের বিয়ের ৬ মাসের মাথায় লামিয়া আক্তার (১৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষামন্ডল পাড়া গ্রামের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত লামিয়া আক্তার অত্র উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শাহাপারা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, লামিয়া আক্তার ৬ মাস পূর্বে প্রেম সম্প্রর্ক করে পার্শ্ববর্তী কোষারানীগঞ্জ ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাদলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পরে লামিয়া পরিবার মেনে নিলেও ছেলের পরিবার এ বিয়ে মেনে নিতে রাজি না হওয়ায় দুই পরিবারের মধ্যে দ্বন্দের সূত্রপাত হয়। এই ঘটনায় স্থানীয়রা কয়েক বার মীমাংসায় বসলেও কোন কাজ হয়নি। আজ লামিয়া আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করে। এদিকে এ মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা, এটি নিছক আত্মহত্যা নাও হতে পারে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ৬মাস পূর্বে সম্প্রর্কে করে বিয়ে হয়। বিয়ের পরে থেকে পরিবারের মধ্যে কলহ ছিল। আজ দুপুরে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ফুলা জখমের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামী বাদলকে গ্রেফতার করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে।