

পীরগঞ্জর প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাখো মানুষের ভালোবাসায় শেষ বিদায় নিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক। রবিবার বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে জগথা মডেল মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ৩০ শে আগস্ট শনিবার রাত ১১টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। ইমদাদুল হকের জানাজায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, ও জেলা ওয়ার্কার্স পার্টির পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসমিন আলী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু ও অ্যাডভোকেট গোলাম ফারুক রুবেল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব ও আওয়ামীলীগ পরিবারের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বর্ষিয়ানএই নেতার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জাহিদুর রহমান জাহিদ, অধ্যাপক ইয়াসমিন আলী, সাবেক সংরক্ষিত আসনে এমপি সেলিনা জাহান লিটা সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। ইমদাদুল হক ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় দলমত নির্বিশেষে একজন সৎ, নিষ্ঠাবান ও অভিভাবক সুলভ নেতারূপে পরিচিত ছিলেন।