

ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় অবৈধ ব্যাটারি ব্রেকিং কারখানায় ৯ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রামমান আদালত। আজ ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া সংলগ্ন ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সটেনশনে এ অভিযান চারিচালা করা হয়। কোম্পানিটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দির্গদিন যাবৎ পুরাতন ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার আসছে, এই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)” এবং “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১”-এর সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক এই দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। এ সময় কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটি মুচলেকা দিলেও শর্ত ভঙ্গ করে পুনরায় কারখানা চালু করায় সর্বোচ্চ অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।