

বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তুচ্ছ ঘটনা (হাঁস) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহত জাকিরের পিতা আব্দুল মজিদ জানান, “আমরা দুপুরে খাওয়াদাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ আমাদের বাড়ির খোকন, বাচ্চু, হানিফা, চানমিয়া, রেনু ও শিল্পী মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের পাঁচজন আহত হয়।”আহতদের মধ্যে রয়েছেন: জোৎনা (স্বামী: হাবিবউল্লাহ), জাকির (পিতা: সাফিজল), সাফিজল (পিতা: আঃ মজিদ),রিক্তা (পিতা: হাবিবউল্লাহ),আকলিমা (পিতা: হাবিবউল্লাহ) তাদের মধ্যে জোৎনা ও জাকির গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। আহত জোৎনা বলেন, “তাদের হাস নাকি কেউ দৌড়ানি দিয়েছে, সেই সন্দেহে তারা আমাদেরকে গালিগালাজ করে। আমরা বলি আমরা কিছু জানি না, কিন্তু তারা না শুনে আমাদের উপর হামলা করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে অভিযুক্ত পক্ষ খোকন গংদের সাথে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, “ওরাও আমাদের উপর হামলা চালিয়েছে।” ঘটনার বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, “আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”