

মোঃ মহিউদ্দিন ভোলা সদর উপজেলার নাছির মাঝি এলাকায় অবস্থিত হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) এক বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি মোঃ শাহাবুদ্দিন শামীম। সভার শুরুতেই পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র প্রভাষক ডাঃ মোঃ মহিউদ্দিন–এর স্ত্রী মরহুমা সাবিনা ইয়াসমিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ইসলামিক কবিতা দিয়ে সাহিত্য সভার কার্যক্রম শুরু হয়। প্রথমেই কবি আল মনির স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন— কবি জালাল বিল্লা (সিনিয়র প্রভাষক, তজুমদ্দিন সরকারি কলেজ), কবি মিলি বসাক (সিনিয়র প্রভাষক, তজুমদ্দিন সরকারি কলেজ), কবি নীহার মোশারফ (কবি ও সাহিত্যিক), কবি বিলকিস জাহান মুনমুন (কবি ও সমাজসেবক), কবি জুলফিকার আলী (দেশের বিশিষ্ট কবি ও হাইকু লেখক), কবি শাহাবউদ্দিন শামীম (কবি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ভিআইডব্লিউটিএ), কবি সোলায়মান (সমাজসেবক ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের এমডি, ভোলা জেলা ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি), ফাতেমা জাহান, সিনিয়র প্রভাষক কবি ডাঃমোঃমহিউদ্দিন,এবং কবিপুত্র মোঃ আমিনুল ইসলাম সৌরভ। সাহিত্য সভায় বক্তারা স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠের পাশাপাশি পাঠাগারের উন্নয়ন ও সম্প্রসারণের নানা দিক তুলে ধরেন। সভাপতি ডাঃ মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন— “ভোলা জেলার কবি-সাহিত্যিকগন যে কোনো সময় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে এসে গবেষণা করতে পারবেন। পাঠাগারে রয়েছে বিপুলসংখ্যক বই, রয়েছে থাকার ও খাওয়ার ব্যবস্থা। প্রতি মাসে নিয়মিত সাহিত্য আড্ডার আয়োজন করা হবে। পাঠাগারের পাশেই আমার স্ত্রীর সমাধি রয়েছে, তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।” তিনি আরও জানান, এই পাঠাগারটিতে ভোরে শিশুদের ইসলামিক শিক্ষা, সকাল দশটায় গ্রামীণ নারীদের মৌলিক ধর্মীয় শিক্ষা, দুপুরে বয়স্ক পুরুষদের কোরআন-হাদিস শিক্ষা দেওয়া হবে এবং সারাদিন পাঠাগার উন্মুক্ত থাকবে পাঠক-গবেষকদের জন্য। সপ্তায় অন্তত একদিন হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। পাঠাগারটিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে সভাপতি কবি মোঃ শাহাবউদ্দিন শামীম পাঠাগারের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনার মধ্য দিয়ে সাহিত্য সভার সমাপ্তি ঘোষণা করেন।