

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের কৃতী সন্তান Arnob Hasan Raton ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্ণব ২০১৭ সালে কেশবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। পরে ২০১৭-১৮ সেশনে নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মো. সুন্টু আলী ও মোসা. চিনুয়ারা বেগমের ছেলে। বাবা সুন্টু আলী পেশায় রিকশাচালক এবং মা গৃহিণী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অর্ণব কঠোর পরিশ্রম ও মেধার জোরে এ সাফল্য অর্জন করেছেন। অর্নব এর বড় ভাই কৃষিবিদ মোঃ জিনারুল ইসলাম। সে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অর্নব এর বড় ভাই তাদের দুই ভাইয়ের পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ও দোয়া চেয়েছে তাদের জন্য। অর্ণব ও জিনারুল দুই ভাই প্রমাণ করেছেন, গ্রাম কিংবা আর্থিক অবস্থা কোনো বাঁধা নয় মেধা ও পরিশ্রম থাকলে বড় সাফল্য অর্জন করা সম্ভব। তার এ সাফল্যে পরিবারসহ পুরো আলাইপুর গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।