কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
বিজয়ের মাসেই চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব,সাবেক ওয়ার্ড জনপ্রতিনিধি, কলাবাড়ী মাদ্রাসার সাবেক ও বর্তমান উত্তর কলাবাড়ী জামে মসজিদের সভাপতি হাজী মোঃ আব্দুল্লাহ গতকাল রাত ২টায় ইন্তেকাল করেছেন
ইন্না-লিল্লাহি–রাজীউন
পারিবারিক সূত্রে জানা যায় বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থতাবোধ হওয়ায় গতকাল পরিবারের স্বজনরা ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান,
সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টায় বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাহার বয়স ছিলো প্রায় ৭৫ বছর তিনি স্ত্রী, ৫কন্যা,৩পুত্র,নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন.
গতকাল বাদ জুম্মা মরহুমের জানাযা কলাবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল্লাহকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে নামাযের জানাযা অনুষ্ঠিত হয়
হাজার হাজার মুসল্লীদের উপস্থিতিে উপজেলার শীর্ষস্হানীয় উলামায়ে কেরাম, সামাজিক, রাজনৈতিক,জনপ্রতিনিধি, ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের কর্মজীবনের উপর সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।