মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে যথাযথ ভাব-গাম্ভীর্যের সাথে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এর মধ্যে সকাল ০৭:০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ০৮:৩০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে কমিশনার সিলেট বিভাগ সিলেট কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান এবং বেলা ১১:০০ ঘটিকায় সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ সিলেট এর উদ্যোগে নগরীর রিকাবী বাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয় এবং কুচকাওয়াজ ও ডিসপ্লের বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট জনাব ডঃ মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিলেট জনাব কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, সম্মানিত রেঞ্জ ডিআইজি সিলেট জনাব মফিজ উদ্দিন আহমেদ পিপিএম , পুলিশ সুপার সিলেট জনাব মোঃ ফরিদ উদ্দিন পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মাসুক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ।
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার বিভিন্ন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ক্রীড়া অফিসার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থী, সাংবাদিক, রোভার স্কাউট দল, স্কাউট দল, গার্ল গাইড, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি, বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী, সর্বস্তরের জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-সদস্যবৃন্দ। সারাদেশের ন্যায় বিকাল ০৪:১০ ঘটিকায় বাংলাদেশের সকলকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ পাঠ করান। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট জনাব ডঃ মোঃ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক সিলেট জনাব কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, সম্মানিত রেঞ্জ ডিআইজি সিলেট জনাব মফিজ উদ্দিন আহমেদ পিপিএম , পুলিশ সুপার সিলেট জনাব মোঃ ফরিদ উদ্দিন পিপিএম সর্বস্তরের জনগণ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যরা।