অপরাধ সারাদেশে

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাণীশংকৈলে ছাত্র-জনতার সমাবেশ

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁও, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। রবিবার (৯ মার্চ )বেলা সাড়ে ১১টায় রাণীশংকৈলের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন- মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি বেগম ও ইসলামি ছাত্র শিবিরের জেলা তথ্য ও প্রচার সম্পাদক, সাব্বির রহমান, ছাত্রদল নেতা আরজু, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ । এ সময় জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, প্রভাষক মোস্তাফিজুর রহমান ও প্রভাষক আবু সুলতান, শরিফ উদ্দিন মাস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান ও ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *