অপরাধ জাতীয় প্রশাসন সারাদেশে

ঈদগাঁও জমির টপ সয়েলে ডাম্পার সন্ত্রাস!

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও,কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওতে ফসলি জমির টপ সয়েল কাটার সময় এক অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায়
উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা রবিবার রাতে এ অভিযান চালান।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এ এলাকায় বেশ কিছুদিন যাবৎ একটি বিলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে রাতে ইউএনও নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করে থানা পুলিশের হেফাজতে দেন।

স্থানীয়দের মতে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন এলাকার উর্বর জমি থেকে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে পরিবেশ ও কৃষি কাজের মারাত্মক ক্ষতি হচ্ছে।

মালিক পেলেই গাড়িটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ ধরনের অভিযান চলমান থাকবে। কৃষি জমির সুরক্ষা নিশ্চিতে কাউকে ছাড় দেয়া হবে না।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *