সাইফুর রহমান শামীম ,,কুড়িগ্রাম :: ২৪/১২/২০২১
দৈনিক ইত্তেফাক এর গৌরবের ৬৯ বছর পদার্পণ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর বিক্রম শওকত আলী সরকার এবং বীর প্রতীক মোঃ: আব্দুল হাই সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় দৈনিক ইত্তেফাকের ৬৯ বছর পদার্পনের লোগো সম্বলিত সম্মাননা স্মারক ক্রেষ্ট ও স্থানীয় তৈরী চাদর বীর প্রতীক মোঃ আব্দুল হাই সরকারকে এবং আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। বীর বিক্রম শওকত আলী সরকার অসুস্থ থাকায় তার সম্মাননা সামগ্রী পরবর্তীতে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
দৈনিক ইত্তেফাকের উত্তারোত্তর সম্মদ্ধি কামনা করে শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় অংশ নেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ: কাজিউল ইসলাম, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, জেলা তথ্য বিভাগের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমদ রিটু, কুড়িগ্রাম সরকারী মহাবিদ্যালয়ের উপাধাক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, ঘাতক দালাল নির্মুল কমিটির আহায়ক দুলাল বোস, সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলাম বেবু, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম রেজা, ইউনুস আলী, লাইলী বেগম, খন্দকার মাহফুজ টিউটর, , ইউসুফ আলমগীর, দৈনিক ইত্তেফাকের কুড়িগ্রাম প্রতিনিধি ফজল ইলাহী স্বপন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা নজরুল ইসলাম সাবু, নাগেশ্বরী সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেন, ফুলবাড়ী সংবাদদাতা অনিল চন্দ্র রায় সহ গণমাধ্যম কর্মীরা, সুধিবৃন্দ ও পত্রিকার এজেন্টগন।
#