আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প ২য় পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলার তথ্যকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার বিকালে ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ড পূর্ব ভালুকা মধ্য পাড়ায় স্থানীয় মহিলাদের নিয়ে এ বৈঠক করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সামিনা ইয়াসমিন।
এসময় পৌরসভার প্যানেল মেয়র,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রহিমা খানম সীমা,ফায়ার সার্ভিস সিনিয়র ইনচার্জ আব্দুল্লাহ্ আল-মামুনসহ অন্যান্যরা।
বৈঠকে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সামিনা ইয়াসমিন উঠান বৈঠকে উপস্থিত মহিলাদের উদ্দেশ্য তথ্যসেবা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন । এছাড়াও ফায়ার সার্ভিস কর্মকর্তা দূর্ঘটনায় অগ্নি নিবারনের নানা কৌশল তোলে ধরে সচেতনতামূলক বক্তব্য রাখেন।বৈঠকে প্রজেক্টরের মাধ্যমে তথ্যকেন্দ্রের বিভিন্ন কর্মকান্ড তোলে ধরা হয়।
এরপর ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ্ আল-মামুনের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডে করনীয় সম্পর্কে একটি মহড়া প্রদর্শিন করেন।