বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, এতিমখানা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান, মাজহারুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতাভোগী, সুবিধাভোগী ও উপকারভোগী যাতে সুষ্ঠুভাবে সরকারি সুবিধাগুলো পেয়ে থাকেন সেজন্য সমাজের সকলকে সচেতন হবার আহবান জানান।