মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, মিনি ম্যারাথন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
বৃহস্পতিবার (২রা জানুয়ারী) সকালে উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মিথি ম্যারাথন প্রতিযোগিতায় এসে শেষ হয়।
পরে, উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলামের সভাপতিত্বে ল্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্কাউটস নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে মিনি ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।