লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের টেকনোলজিস্ট কমিটির মাধবপুর শাখার আয়োজনে, বৃহস্পতিবার (৩০-ডিসেম্বর) দুপুর ৩টা,২০মিনিটে মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাধবপুর প্রাইভেট হাসপাতালের কর্মরত নার্স মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মকর্তা-কর্মচারীগণ, এতে বক্তারা বলেন করোনাকালীন সময়ে স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে।
এজন্য আমাদের অনেক সহকর্মী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিটি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে। এই কম জনবল নিয়েও সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। সেবা দিয়ে গিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে খুন হতে হয়েছে মানববন্ধনে বক্তারা খুনীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান এ সময় বক্তব্য রাখেন, প্রাণতোষ দাস, পিন্টু সরকার হাসিবুল হাসাদ, মো. রাজু তমা সাহা প্রমুখ।