Uncategorized রাজনীতি সারাদেশে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা গুরুদাসপুরে জিয়া পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গুরুদাসপুর উপজেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই মাহফিল হয়। উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চল, গুরুদাসপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল, অধ্যাপক হারুন অর রশীদ, প্রভাষকক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ওমর আলী শেখ, মোহাম্মদ আলী প্রমুখ। সবশেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক আব্দুস সামাদ। প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, ‘ন্যায় নিষ্ঠার সাথে মূল দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহযোগি সংগঠন জিয়া পরিষদ। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করেছে ছাত্রজনতা। ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামীতে বিএনপিকে ভোট দিলে দেশে স্বাধীনতা আরো সুদৃঢ় হবে

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *