মোহম্মদপুর ছায়াতল ক্যাম্পাসে অনুষ্ঠিতহলো সাস্কৃতি অনুষ্ঠান ও ফ্রান্স প্রবাসী গুনিজনদের সংবর্ধন
স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান
সুবিধাবঞ্চিত এবং ছিন্নমূল শিশুদের ভালোবাসার উৎস ছায়াতল বাংলাদেশ এর মোহাম্মদপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্রান্স প্রবাসী গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান। ছায়াতল বাংলাদেশ এর প্রচার সম্পাদক জোবায়ের হোসেন এবং মাহমুদা আফরোজ তানভী (স্বেচ্ছাসেবী) এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান আরম্ভ হয়।সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান তাওহিদুন্নাহার দীপ্তি । অনুষ্ঠানের শুরুতেই সুবিধাবঞ্চিত শিশুরা জাতীয় সংগীত পরিবেশন করে। তাওহিদুন্নাহার দীপ্তি এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন জোসেফ ডি কস্তা, সভাপতি বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ ফ্রান্স। বাবলু রোজারিও, প্রাক্তন মেম্বার, নাগরি ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর। জনি রিগান কস্তা। অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি পার্বে সভাপতি উল্লেখ করেন স্বপ্নবাজ যুবক পরিচালক সোহেল রানা মহাদের মানবিক ইচ্ছা থেকে ছায়াতল বাংলাদেশ এর সৃষ্টি। সময় ১৬ মার্চ 2016,স্থান ঢাকাস্থ শ্যামলী পার্ক। পড়ন্ত বিকেলে গাছতলায় ঝাল মুড়ি দিয়ে যার শুভ সূচনা। সেদিন অক্ষর জ্ঞানহীন ছিন্নমূল টোকাই রকিব চেষ্টা করছিল তার নাম লেখার।তারপর ১ জন থেকে ৩ জন, ৩ থেকে ৫ এমনি করেই সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ ১৪৩ জন পথ শিশুর ভালবাসার ঠিকানা হয়েছে ছায়াতল বাংলাদেশ। তিনি আরো উল্লেখ করেন হৃদয়বান, উদ্যোগি কিছু মানুষের সহযোগিতায় বর্তমানে 163 জন বাচ্চার দেখভাল করছে ছায…