বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুজ জাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপাতি ও উক্ত কলেজের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক ও অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও ঢাকাস্থ লালমোহন ছাত্র ফোরামের সভাপতি মনির হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কলেজটি সাবেক এমএলএ ও আমার দাদা ডাঃ আজাহার উদ্দিনের নামে প্রতিষ্ঠিত করেছেন আমার বাবা বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। শিক্ষা প্রতিষ্টানটি আমার দাদার নামে হওয়ার কারণে গত ১৭ বছরে এই কলেজের অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। এই এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা এবং শিক্ষার গুনগতমান উন্নয়নের জন্য করে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজটি ছিলো এই এলাকার সেরা বিদ্যাপীট। এই কলেজটির অবকাঠামো উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টাসহ শিক্ষার গুনগত মান ফিরিয়ে আনতে সর্বোত্তম চেষ্টা করবো।
আলোচনা সভার পূর্বে নবাগত কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ। এসময় কলেজের শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।