মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি: ৭ম ধাপে সিলেট জেলার একমাত্র জৈন্তাপুর উপজেলায় ০১ নং নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ০৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ০৯ ওয়ার্ডে ০৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে ০১ জন, ০৯ টি ওয়ার্ডে সদস্য পদে ০৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোঃ ইন্তাজ আলী মোটর সাইকেল মার্কায় মোট ৬০১০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি’র স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আব্দুল মালিক পাখী চশমা মার্কায় মোট ৪১২১ ভোট, মোঃ নাজিম উদ্দিন মোট ৩১৮১ ভোট, মোঃ আব্দুল মতিন শাহিন নৌকা মার্কায় মোট ১৭৯০ ভোট, মোঃ ইসলাম উদ্দিন আনারস মার্কায় মোট ৩৮৩ ভোট, মাওলানা আলিম উদ্দিন মোট ১৬৫ ভোট, মোঃ জালাল উদ্দিন লিটন মোট ১৪৩ ভোট, মোঃ জসিম উদ্দিন টেলিফোন মার্কায় মোট ৫৬ ভোট পেয়েছেন। ০৯ টি ওয়ার্ডে সদস্য পদে ০৯ জন, ও ০৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ০১ নং ওয়ার্ডে মনসুর আহমদ, ০২ নং ওয়ার্ডে মোঃ ফখরুল ইসলাম, ০৩ নং ওয়ার্ডে হুমায়ুন কবির খান, ০৪ নং ওয়ার্ডে মোঃ মাসুক আহমদ, ০৫ নং ওয়ার্ডে মামুন আহমদ, ০৬ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ০৭ নং ওয়ার্ডে সেলিম আহমদ (সাংবাদিক এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি), ০৮ নং ওয়ার্ডে আখলাকুল আম্বিয়া, ০৯ নং ওয়ার্ডে শফিক আহমদ। সংরক্ষিত মহিলা সদস্য পদে ০১,০২,০৩ নং ওয়ার্ডে রেহেনা বেগম চড়ি ও ০৪,০৫,০৬ নং ওয়ার্ডে খালেদা বেগম এবং ০৭,০৮,০৯ নং ওয়ার্ডে কাকলী রাণী বিশ্বাস। সরেজমিনে ঘুরে দেখা যায়, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত আজমেরী হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী, সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, ওসি (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর আহমেদ, ওসি (তদন্ত) রাজিউল্লাহ, ওসি (তদন্ত) ওমর ফারুক মুরল, এসআই কাজী শাহেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ বিভিন্ন সাংবাদিক, পুলিশ, বিজিবি, র্যাব, এনএসআই, ডিজিএফআই সদস্যরা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। জৈন্তাপুর উপজেলা নির্বাচন কমিশনার ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।