অপরাধ আন্তর্জাতিক

গাজায় গণহত্যার প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর উপজেলা ঐক্যবদ্ধ ফাউন্ডেশন ও তৌহিদি জনতার যৌথ আয়োজনে উপজেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেন সরকার,উপজেলা মডেল মসজিদেন ইমাম মাওলানা ইউসুফ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন খোকন। একই দিন বাদ আসর উপজেলার রানীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে তৌহিদি জনতা। পরে মিছিটি রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ সংলগ্ন এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রানীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান সরকার, মুফতি শাহিন রেজা, ইমাম মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ বিপ্লবী ছাত্র সমাজ শাকিল মিয়া,আল আমিনসহ অনেকে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর’ ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *