জাতীয়

‘বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না’

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না। আজ (সোমবার, ৭ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে সৈয়দ জাফর ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের খুব অল্প সময়ের মধ্যে বিচার ব্যবস্থা ও বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক সংস্কারের নীলনকশা জাতির সামনে তুলে ধরেছিলাম। তাই বলতে চাই বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না।’ এসময় তিনি বেশকিছু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং বলেন, ‘মেধাবী,পরিশ্রমী ও উচ্চ স্বপ্ন বিভোর শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি সহায়তার খাত বাড়িয়ে দেয় এসব বৃত্তি ফান্ড।’ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেডিয়ার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা,আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা, স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবীর, দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম,দিনাজপুর পুলিশ সুপার মারুফত হুসাইন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়া, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদসহ প্রমুখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *