কুড়িগ্রামের রাজারহাটে ৬ জুয়ারু গ্রেফতার


কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৬ জন জুয়ারুকে গ্রেফতার করে সোমবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, রবিবার রাতে জেলার রাজারহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে হানা দিয়ে নগদ ২৪ হাজার ৩৫০টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেন। পুলিশ সাংবাদিকদের জানায়,রবিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিলের মধ্যে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে জুয়া খেলা অবস্থায় মোট ৬ জন জুয়ারুকে আটক করা হয়। এসময় আরও ১৫ জনের মতো পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলা অবস্থায় মোট ২৪হাজার ৩৫০ টাকা, জুয়া খেলার গুটি ছয়টি, জুয়া খেলার ডাব্বু একটি, মোবাইল ব্যাটারি দ্বারা নির্মিত লাইট একটি, বিভিন্ন মার্কা বিশিষ্ট জুয়ার গুটি ফেলার প্লাস্টিকের পেপার ও জুয়া খেলতে বসার প্লাস্টিকের চট জব্দ করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।