মেহেদী হাসান নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বস্ব ইউনিয়ন পরিষদ চত্বরে এই দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) সুখময় সরকার, উপজেলা ভাইস আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকুসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, সাবেক চেয়ারম্যান, ইউপি সচিব, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপজেলা নির্বাহি অফিসার নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিদায়ী ইউপি চেয়ারম্যানগণ নবনির্বাচিত চেয়ারম্যানদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সুখময় সরকার জানান, মঙ্গলবার একসঙ্গে নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কাজ সম্পন্ন করা হয়। এজন্য ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, মাধনগর ইউনিয়ন পরিষদে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ রকিবুল হাসান সুজন, খাজুরা ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, পিপরুল ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ ফারুক উদ্দিন ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন।