মেহেদী হাসান রিপন,বাঘারপাড়া উপজেলা প্রতিনিধিঃ- যশোর জেলার বাঘার পাড়া উপজেলার নারিকেল বাড়ীয়া ইউনিয়ন সংলগ্ন গ্রাম পশ্চিমা, এই পশ্চিমা গ্রামের এক নিবেদিত প্রাণ পল্লী চিকিৎসক মোঃমশিয়ূর রহমান (মসু)।যিনি দীর্ঘদিন ধরে উনি এই মহান পেশায় নিয়োজিত থেকে সারাক্ষণ রোগী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন,এই ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন এলাকার লোকজন তার কাছে আসে আন্তরিক সেবার পাওয়ার আশায়, রোগীদের সাথে কথা বলে জানা যায় এই মহান ডাক্তারের সেবার কথা।সকাল থেকে শুরু হয় এই পল্লী চিকিৎসকের কার্যক্রম চলে রাত এগারোটা পযর্ন্ত তার নিজবাসভবনে। এছাড়াও তার আরো একটি শিকদার ড্রাগ হাউজ ডিসপেনসারি আছে নারিকেলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সংলগ্নে সবসময় প্রেসক্রিপশন, রোগী নিয়ে ব্যাস্ত দিন অতিবাহিত হয় তার।তার পিতা আবুবক্কার শিকদার ঐ গ্রামের একজন নামকরা চিকিৎসক ছিলেন।অনেক জটিল ও দুরারোগ্য রোগী ও তার চিকিৎসায় ও সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে,আরও জানা যায় বাঘার পাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী ফেরৎ এসে এখানেই চিকিৎসার মাধ্যমে মহান আল্লাহর রহমতে সুস্হতা ফিরে পায় এবং মহামারী পরিস্থিতি করোনার সময়ে ও এই মহান চিকিৎসক তার সেবা কার্যক্রম অব্যহত রেখেছেন।মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই ডাঃ বলেন যত দিন তিনি বেঁচে আছেন মানুষের সেবা করেই বাঁচতে চান।