নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামীলীগ ৮ নং পক্ষিয়া ইউনিয়নের উদ্যেগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকেন ভোলা-২ আসনের তরুণ সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। ৩ রা মার্চ রোজ বৃহস্পতিবার উপজেলার কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে এমপি মুকুল বলেন , এ মাস আমাদের বিজয়ের মাস , ৩০ লক্ষ মহান শহীদের রক্তের বিনিময়ে আমরা এ মাসে স্বাধীনতা অর্জন করেছি ও লাল সবুজের একটি পতাকা হাতে পেয়েছি। তিনি এসময় ১৫ ই আগষ্ট শহীদ হওয়া জাতির জনকের পরিবারের কথা স্মরণ করেন। পক্ষিয়া ইউনিয়নের জনগণের উদ্দেশ্য বলেন, আপনারা বিগত ২৬ শে ডিসেম্বরে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আলাউদ্দিন সরদারকে আপনারা ভালবাসা দিয়ে বিপুল ভোটে জয়ী করছেন এই ধারাবাহিকতা আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আলাউদ্দিন সরদারকে বিজয়ী করছেন তেমনি নৌকা প্রতীককে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করি। এসময় কুলসুম রহমান স্কুল মাঠ বিভিন্ন পেশাজীবি মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়। আজ কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভার সভাপতিত্ব করেন আবদুর রশিদ মাস্টার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহব্বতজান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমদ, বোরহানউদ্দিন পৌরসভার কমিশনার মোঃ তাজউদ্দিন খাঁন, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরদার, টগবী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার, টগবী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাবেক পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।