লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের বিদ্যুৎ স্পৃষ্টে সাকিবুল ইসলাম আরাফাত (১১) নামে চুতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রের নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টায় ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে জেলা শহরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিহত সাকিবুল ইসলাম আরাফাত জেলা শহরের বাবুপাড়া এলাকার সুজন মিয়ার ছেলে এবং পৌরসনার ৭ নং ওয়ার্ডের শিশু কল্যান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চুতুর্থ শ্রেনীর ছাত্র ছিল। এলাকাবাসী জানায়, সাকিব দুপুরে স্কুল থেকে এসে দুপুরের খাবার শেষে বাবুপাড়া এলাকার এমটি হোসেন ইনষ্টিটিউট মাঠে খেলতে যায়। সেখানে কাউয়া রানা নামে এক ব্যাক্তি তার শুপারী বাগানের শুপারী চুরি হয় বলে গাছের সাথে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। সেখানে খেলার এক পর্যায়ে না বুঝে শুপারী গাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে হাত দিলেই তারে জড়িয়ে আটকা পড়ে যায় সাকিব। অনেক সময় সাকিবের কোন খোঁজ না থাকায় তার ছোট বোন সাকিবকে খুঁজতে গেলে সাকিবকে বিদ্যুতের তারের সাথে ঝুলে থাকতে দেখে। পরে চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে হাসপতালের কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষনা করে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, রাত ৮টা পর্যন্ত নিহত সাকিবের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024