মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতি এবং সর্বগ্রামী দুর্নীতির প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ শনিবার শেরপুর উপজেলার কোচ কাউন্টারেই এই কর্মসুচী পালিত হয়। শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতার সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু, পিয়ার হোসেন পিয়ার, রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়ার স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর পৌরসভার কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, মোস্তাফিজুর রহমান নিলু, মহিলা দল নেত্রী নাছরিন আক্তার পুটি, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, আইয়ুব আলী, তরিকুল ইসলাম সম্রাট, কৃষকদল নেতা আবু সাঈদ, নুরুল ইসলাম নুর, আব্দুল মোমিন, আবু রায়হান আজাদ, সবাইদুল ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, যুবদল নেতা মামুনুর রশিদ আপেল, আসিকুর রহমান আসিফ, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ কাউসার কলিন্স, শফিকুল ইসলাম, আরিফুজ্জামান, সাব্বির আলম লোটন, হাসানুল করিম,আরিফুজ্জামান, সাব্বির আলম লোটন, শহিদুল ইসলাম, রাফি আল আমিন সহ বিএনপির ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত চিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।