

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মেহেদী হাসান পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত নৌবাহিনীর নৌ কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান পৌরসভার দাসপাড়া দুর্গা মন্দির,বোরহানউদ্দিন বাজার কেন্দ্রীয় মন্দির,ভাওয়াল বাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা দিতে আসা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি জানান, উপকূলে বিভিন্ন পূজামন্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে। এ ছাড়া প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে। নৌবাহিনী পূজা উপলক্ষে সব মন্ডপের সুরক্ষার্থে বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে। পূজা মন্ডপ পরিদর্শন শেষে ট্রাফিক পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নৌ বাহিনী। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্টে মিনি পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজির কাগজপত্র, ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশিতে মোটরসাইকেল ৪ টি,সিএনজি ০২টি ও ১টি মাইক্রো আটক করা হয়। এ সময় ১৫ টি মামলায় ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. মেহেদী হাসান সাংবাদিকদের আরো বলেন ,সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন চালকদের সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ১৫টি মামলায় ৬৪ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তার স্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে।উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আমাদের বিশেষ মনিটরিং থাকবে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবে।