

শ্যামনগর প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচনের লক্ষে সাতক্ষীরা -৪(শ্যামনগর উপজেলা) আসনের জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও শ্যামনগর উপজেলার কৃতি সন্তান আব্দুল আজিজ নয়ন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের নিবন্ধিত প্রতীক “ট্রাক মার্কা” দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেছেন।আপনাদের সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করছেন। আরও বলেন আপনারা পাশে থাকুন, সক্রিয় থাকুন এবং নিজেদের ক্ষমতায় বিশ্বাস রাখুন। বলেন পরিবর্তন আমাদের হাতেই সম্ভব। তিনি মূলত অতীতের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা থেকে দূরত্বের কারনে তাদের পাশে থাকার সুযোগটা কাজে লাগাতে চান। তবে তার এ উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূলের জনগোষ্ঠী ভোটারদের সমর্থন পেয়েই সফল হতে চান।শ্যামনগর উপজেলার জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা করতে চান। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে আব্দুল আজিজ নয়ন বলেন, জনতার ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে গণঅধিকার অধিকার পরিষদ। সেই গণঅধিকার পরিষ আমাকে সাতক্ষীরা-৪ আসনের জন্য মনোনীত করবে আশাবাদী । আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমি ইতোমধ্যেই মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমি আশা করছি বিপুল ভোটের ব্যবধানে গণঅধিকার পরিষদকে সাতক্ষীরা -৪ আসন উপহার দেব। শ্যামনগর উপজেলা অবহেলিত নদী ভাঙ্গন সকল দূর্নীতি প্রতিরোধ সহ মানুষের জন্য কিছু করার স্বপ্ন আমার দীর্ঘদিনের। সেই সুযোগ যদি কখনো পাই অবশ্যই শ্যামনগর উপজেলাকে বাংলাদেশের রোল মডেল হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ।।